বাংলা টাইপিংয়ে সেরা অভিজ্ঞতার জন্য একটি উদ্যোগ

বাংলা ফোনেটিক টাইপিংয়ের জন্য অভ্র জনপ্রিয় হলেও, বারবার Shift চাপা এবং কিছু key দূরে থাকার কারণে গতি ও ফ্লো নষ্ট হয়।

ক্ষিপ্রতে লোয়ারকেস ইনপুট ব্যবহার করে Shift ছাড়াই দ্রুত ও স্বচ্ছন্দে বাংলা লেখা যায়। প্রয়োজনীয় সব চিহ্ন হাত না সরিয়েই টাইপ করা সম্ভব।

ক্ষিপ্র লোগো

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

ক্ষিপ্র কিবোর্ড সম্পর্কে সাধারণ প্রশ্ন এবং উত্তর

আপনার ডিভাইসে ক্ষিপ্র

ক্ষিপ্র শুধু একটি সফটওয়্যার নয়, এটি বাংলা টাইপিং-এর একটি নতুন আইডিয়া। আনুষ্ঠানিকভাবে ক্ষিপ্র লিনাক্সের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজেও ব্যবহার করা যাচ্ছে।

ক্ষিপ্র m17n

লিনাক্সে IBus অথবা Fcitx5 উভয় ইনপুট মেথডেই ক্ষিপ্র m17n এর মাধ্যমে ক্ষিপ্র ইনপুট মেথড ব্যবহার করে দ্রুত বাংলা লেখা যাবে।

বিস্তারিত দেখুন

টাইপিং বুস্টার কনফিগারেশন

ক্ষিপ্রর সাথে টাইপিং বুস্টার সঠিকভাবে কনফিগার করে ব্যবহার করলে বাংলা টাইপিং অভিজ্ঞতাকে আরো ক্ষিপ্রতর করা সম্ভব।

বিস্তারিত দেখুন

ক্ষিপ্র রিপোজিটরি সমূহ

ক্ষিপ্র কিবোর্ডের সোর্স কোডের রিপোজিটরি গুলো দেখুন। ক্ষিপ্র লেআউট বিভিন্ন সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে এগুলো তৈরি করা।

khipro-m17n

মেইনটেইনার: Nafee

লিনাক্সে আইবাস m17n ইঞ্জিনে ব্যবহার উপযোগী ক্ষিপ্র লেআউট। ক্ষিপ্র কনসেপ্টের প্রথম, ও আদি রিপোজিটরি এটি।

khipro-python

মেইনটেইনার: Nafee

ক্ষিপ্র লেআউটের পাইথন পোর্ট। এটাতে ক্ষিপ্রর পরিপূর্ণ লজিক ক্লোন করা হয়েছে।

khipro-cpp

মেইনটেইনার: @JayedAhsan

ক্ষিপ্র কিবোর্ড লেআউটের C++ পোর্ট।

khipro-nms

মেইনটেইনার: @Shoshostro

ক্ষিপ্র-ভিত্তিক NMS Kontho লেআউট। এটি NMS Kontho অ্যাপ্লিকেশনের সাথে ব্যবহারের জন্য ডেভেলপ করা হয়েছে।

আমাদের আড্ডায় যোগ দিন

ক্ষিপ্র একটি কমিউনিটি প্রজেক্ট। আপনার যেকোনো প্রশ্ন, আইডিয়া বা সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন আমাদের আড্ডায়। আপনার অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার প্রেরণা।