বাংলা টাইপিংয়ে সেরা অভিজ্ঞতার জন্য একটি উদ্যোগ
বাংলা ফোনেটিক টাইপিংয়ের জন্য অভ্র জনপ্রিয় হলেও, বারবার Shift চাপা এবং কিছু key দূরে থাকার কারণে গতি ও ফ্লো নষ্ট হয়।
ক্ষিপ্রতে লোয়ারকেস ইনপুট ব্যবহার করে Shift ছাড়াই দ্রুত ও স্বচ্ছন্দে বাংলা লেখা যায়। প্রয়োজনীয় সব চিহ্ন হাত না সরিয়েই টাইপ করা সম্ভব।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
ক্ষিপ্র কিবোর্ড সম্পর্কে সাধারণ প্রশ্ন এবং উত্তর
ক্ষিপ্র হলো একটি বাংলা ফোনেটিক কিবোর্ড লেআউট যা ব্যবহারকারীদের শিফট কি (Shift Key) ছাড়াই দ্রুত বাংলা টাইপ করতে সাহায্য করে।
ক্ষিপ্র বর্তমানে লিনাক্স (IBus/Fcitx5), উইন্ডোজ (বর্ণ কিবোর্ড, NMS Kontho) এবং অ্যান্ড্রয়েডে (হেলিবোর্ড) ব্যবহার করা যায়।
অভ্রতে অনেক অক্ষর লেখার জন্য শিফট চাপতে হয়, কিন্তু ক্ষিপ্রতে সবকিছু শিফট ছাড়াই সহজেই টাইপ করা যায়।
যদি আপনি ইতিমধ্যে ফোনেটিক টাইপিং জানেন, তবে ক্ষিপ্র শিখতে মাত্র ১ দিনও লাগবে না ইনশাআল্লাহ। আগে ফিক্সড লেআউট ব্যবহারকারী হলে অভ্যস্ত হতে ২-৩ দিন সময় লাগতে পারে।
টাইপিং বুস্টার হলো একটি লিনাক্স ইউটিলিটি যা ক্ষিপ্র লেআউটের সাথে কনফিগার করলে পরবর্তী শব্দ প্রেডিকশন এবং স্মার্ট সাজেশন প্রদানের মাধ্যমে টাইপিং গতি আরও বাড়িয়ে দেয়।
হ্যাঁ! ক্ষিপ্র সম্পূর্ণ ওপেন সোর্স। আপনি GitHub-এর ‘ক্ষিপ্র টিম’ অর্গানাইজেশনে গিয়ে সোর্স কোড দেখতে এবং অবদান রাখতে পারবেন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন অথবা GitHub Discussion Forum এ পোস্ট করুন।
আমরা সবাইকে অবদান রাখতে উৎসাহিত করি! আমাদের গিটহাব ফোরামে পোস্ট করুন, আমাদের GitHub রিপোজিটরিতে পুল রিকোয়েস্ট পাঠান, অথবা বাগ রিপোর্ট ও ফিচার রিকোয়েস্ট করুন।
আপনার ডিভাইসে ক্ষিপ্র
ক্ষিপ্র শুধু একটি সফটওয়্যার নয়, এটি বাংলা টাইপিং-এর একটি নতুন আইডিয়া। আনুষ্ঠানিকভাবে ক্ষিপ্র লিনাক্সের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজেও ব্যবহার করা যাচ্ছে।
ক্ষিপ্র m17n
লিনাক্সে IBus অথবা Fcitx5 উভয় ইনপুট মেথডেই ক্ষিপ্র m17n এর মাধ্যমে ক্ষিপ্র ইনপুট মেথড ব্যবহার করে দ্রুত বাংলা লেখা যাবে।
বিস্তারিত দেখুনটাইপিং বুস্টার কনফিগারেশন
ক্ষিপ্রর সাথে টাইপিং বুস্টার সঠিকভাবে কনফিগার করে ব্যবহার করলে বাংলা টাইপিং অভিজ্ঞতাকে আরো ক্ষিপ্রতর করা সম্ভব।
বিস্তারিত দেখুনবর্ণ কিবোর্ডে ক্ষিপ্র
Codepotro-এর জনপ্রিয় কিবোর্ড বর্ণ-এর নতুন দুটি ভ্যারিয়েন্ট Borno Native ও Borno Drops-এ ক্ষিপ্র লেআউট বিল্ট-ইন।
বিস্তারিত দেখুনNMS Kontho-তে ক্ষিপ্র
NMS Kontho অ্যাপ্লিকেশনের জন্য কমিউনিটির তৈরি কাস্টম ক্ষিপ্র লেআউট।
বিস্তারিত দেখুনহেলিবোর্ডে ক্ষিপ্র
ওপেন সোর্স হেলিবোর্ড অ্যান্ড্রয়েড কিবোর্ডে অফিশিয়ালি ক্ষিপ্র লেআউট যুক্ত করা হয়েছে। HeliBoard 3.6-beta1 থেকে সকল পরবর্তী রিলিজে ক্ষিপ্র লেআউট ব্যবহার করা যাবে।
বিস্তারিত দেখুনবর্ণ অ্যান্ড্রয়েড
Codepotro টিম তাদের জনপ্রিয় Borno Android কিবোর্ডে ক্ষিপ্র যুক্ত করবেন বলে জানিয়েছেন। পরবর্তী আপডেটগুলো থেকে বর্ণ অ্যান্ড্রয়েডে ক্ষিপ্র লেয়াউট ব্যবহার করা যাবে।
বিস্তারিত দেখুনক্ষিপ্র রিপোজিটরি সমূহ
ক্ষিপ্র কিবোর্ডের সোর্স কোডের রিপোজিটরি গুলো দেখুন। ক্ষিপ্র লেআউট বিভিন্ন সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে এগুলো তৈরি করা।
মেইনটেইনার: Nafee
লিনাক্সে আইবাস m17n ইঞ্জিনে ব্যবহার উপযোগী ক্ষিপ্র লেআউট। ক্ষিপ্র কনসেপ্টের প্রথম, ও আদি রিপোজিটরি এটি।
মেইনটেইনার: Nafee
ক্ষিপ্র লেআউটের পাইথন পোর্ট। এটাতে ক্ষিপ্রর পরিপূর্ণ লজিক ক্লোন করা হয়েছে।
মেইনটেইনার: @JayedAhsan
ক্ষিপ্র কিবোর্ড লেআউটের C++ পোর্ট।
মেইনটেইনার: @Shoshostro
ক্ষিপ্র-ভিত্তিক NMS Kontho লেআউট। এটি NMS Kontho অ্যাপ্লিকেশনের সাথে ব্যবহারের জন্য ডেভেলপ করা হয়েছে।
আমাদের আড্ডায় যোগ দিন
ক্ষিপ্র একটি কমিউনিটি প্রজেক্ট। আপনার যেকোনো প্রশ্ন, আইডিয়া বা সমস্যা নিয়ে সরাসরি চলে আসুন আমাদের আড্ডায়। আপনার অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার প্রেরণা।